সদ্য কারামুক্ত বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসায় গিয়ে তার খোঁজ খবর নিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ শনিবার বেলা ১১ টায় এ্যানীর বাসায় যান তিনি।
এ সময় এ্যানীর সাথে কুশল বিনিময় করে সার্বিক বিষয়ে খবর নেন মঈন খান।
গত বছরের ১০ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলে পুলিশ। বাসার দরজা ভেঙে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দীর্ঘদিন কারাগারে থাকার পর ১৫ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫০ মিনিট কামিশপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।