গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে তিনি তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই আসছেন। খবর নিউজ ইন্টারন্যাশনাল।
এবার পিটিআই প্রধান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে এক চিঠি লিখেছেন। সেখানে তিনি বর্তমানে সাবেক সেনাপ্রধান বাজওয়ার বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বাজওয়া এক সাংবাদিকের কাছে স্বীকার করেছেন যে আমরা ইমরানকে দেশের জন্য বিপজ্জনক বলে মনে করি যদি তিনি ক্ষমতায় থাকেন।
বাজওয়ার সঙ্গে এক সাংবাদিকের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে ইমরান খান দাবি করেছেন, বাজওয়া প্রকাশ করেছেন তার কাছে আমার কথোপকথনের রেকর্ড আছে। ইমরান খান বলেন, এটা আবারও বাজওয়ার শপথের পাশাপাশি মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।