গত ০৫ নভেম্বর বিএনপি আয়োজিত বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে গৌরনদী উপজেলাধীন মাহিলাড়া বাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জনাব ইশরাক হোসেনের গাড়ী বহরে হামলা হয়।
পরবর্তীতে গৌরনদী থানায় জনাব ইশরাক হোসেনকে ১ নম্বর আসামি করে গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সহ ০৬টি ভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়।
আজ উক্ত মামলায় আসামীদের পক্ষে মহামান্য হাইকোর্টে আগাম জামিন প্রার্থনা করলে আদালত ০৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে এ রায় দেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুর ইসলামের আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন প্রার্থনাকালে সহকর্মীদের সাথে আদালতে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক সাংসদ জননেতা জহির উদ্দিন স্বপন।শুনানি শেষে সাংবাদিকদের সাথে ব্রিফ করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, পেনাল কোড ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন রাসেল রাঢ়ী। সে গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি। এই ঘটনায় সাতজন গ্রেফতার রয়েছে।