বুধবার, ০৮:০৩ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই বিক্রেতা গ্রেপ্তার প্রধান শিক্ষিকার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ গৌরনদীতে ধর্ষনের পর শিশু কন্যাকে হত্যা ১০ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার সাংবাদিক সঞ্জয় কুমার পালের শ্বশুর অতুল চন্দ্র কুন্ডু’র পরলোক গমন আমাকে কিন্তু কোন বাহিনীর প্রধান বানাইয়েন না আপনারা-এম. জহির উদ্দিন স্বপন ‘তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন’ সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া হবে না : মির্জা ফখরুল ছাত্রদলের ঢাকা মহানগরের ৪ শাখার কমিটি অনুমোদন মেঘনায় জাহাজে নিহত সেই ৭ জনের পরিচয় মিলেছে

বাংলাদেশ ছেড়েছেন হাস, অনুমোদনের অপেক্ষায় নতুন মার্কিন রাষ্ট্রদূত মিল

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৩১ বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব শেষে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তার সম্ভাব্য উত্তরসূরি ডেভিড মিলের নিয়োগের বিষয়টি সিনেটে নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ভয়েস অব আমেরিকাকে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

ভয়েস অব আমেরিকাকে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব সম্পন্ন করে মঙ্গলবার (২৩ জুলাই) নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ ছেড়েছেন।

চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এখন দূতাবাসের দায়িত্বে আছেন।

রাষ্ট্রদূত হাস লিঙ্কড ইন-এ একটি বার্তায় তার বাংলাদেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে একটি পোস্ট দেন।

সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে যেভাবে কাজের ইতি টানার আশা করেছিলাম তা হলো না। যুক্তরাষ্ট্রে ফেরার এই এসময়ে, দূতাবাসের সকলকে, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের, বাংলাদেশের জনগণকে এবং যারা একটি স্বাধীন, আরো সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’

পিটার হাস ২০২২ সালের ১ মার্চ ঢাকায় পৌঁছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

হোয়াইট হাউস এই বছরের ৯ মে, কূটনীতিক ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়।

২০ মে হোয়াইট হাউস সিনেটকে তাদের এই মনোনয়নের কথা জানায়।

ওই মনোনয়ন এখন সিনেটের কনাফার্মেশন বা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ডেভিড মিল বর্তমানে চীনের যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন পদে কর্মরত রয়েছেন।

মিনিস্টার কাউন্সেলার পদের এই কর্মকর্তা চীনেই অস্থায়ীভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স পদে দায়িত্ব পালন করেছেন।

এই পদে যোগ দেয়ার আগে তিনি পররাষ্ট্র দফতরের ব্যুরো অফ ইকনমিক এন্ড বিজনেস অ্যাফেয়ার্সের বাণিজ্য নীতি ও আলোচনাবিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com