আমি গত হয়ে যাওয়া, একটি একটি করে লিপিবদ্ধ দিনলিপি! সারা বছর জুড়ে থাকা একটি
“বর্ষ পঞ্জিকা ” আমি!
শুধু একটি বছরের জন্য ছিলাম আমি তোমাদের খুব কাছের হোয়ে!
শুভ দিনের নিঘর্ন্ট হয়ে,অনুক্ষণ, প্রতিক্ষণ, ঠিক, বেঠিক বেলা অবেলার দিকনির্দেশক হয়ে থেকেছি! থেকেছি আমি সূর্যের মতো করে তোমাদের ঘিরে চারিদিকে!
কিন্তু সময়ের রং বদলে আমিও যে বদলে গেলাম! নতুন পুরাতনের মধ্যে ধাবমান জনসমুদ্রের স্রোতে কিংবা সময়ের আবর্তে ঘুরপাক খেতে খেতে বাস্তব – অধিবাস্তব সম্মুখে!
আমাকে ভুলে যাবে তোমরা সবাই মিলে আগত সব নতুন বছরগুলোতে!
ধূলোপরা এই আমি কোথাও ঠাঁই পাবো না আর!
তোমাদের প্রিয় বুকশেল্ফ কিংবা প্রিয় কোন স্থানে!
তোমরা ভুলে যাবে চিরদিনের মতো করে এই আমাকে!
আমিও যে তোমাদের জন্য নির্দিষ্ট তারিখ,মঙ্গলবার্তা
শুভদিন,ক্ষণ,দিনমান বুকে নিয়ে বয়ে বেড়াতাম নীরবে নিভৃতে।
এই আমিও প্রস্তুত ছিলাম! নতুন নিঘর্ন্টকের কাছে নিজেকে সপে দিয়ে! মুক্তির স্বাদ পেতে!
অযাচিত, সময়ের স্রোতের প্রতিকূলে অবাঞ্চিত এই আমি হাসি মুখে বিদায় নিয়েছি!
আমার দায়বদ্ধতা থেকে রেহাই মিলেছে এইবার বুঝি!
প্রতিদিন পৃষ্ঠা উল্টানো থেকে মুক্ত করে দিলাম!
তোমাদের চোখের আড়ালে রেখে দিবে চিরতরে অপাঠ্য,ধূলোজমা এই আমাকে!
পরিত্যক্ত কোন কুঠুরিতে, স্টোরে কিংবা চিলেকোঠাতে বস্তা বন্দি করে!
খুঁজে পাওয়া দরকার হবেনা হয়তো আর কোনদিন!
আগামী বর্ষ পঞ্জিকার কাছে রয়ে যাবে আমার যতো ঋণ!
লেখক-আইভি সাহা
সঙ্গিতশিল্পী