বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ফল প্রত্যাখ্যান করেছেন হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর চাঁদমারী এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনী ফল প্রত্যাখ্যান ঘোষণা করছি। এ সময় হাতপাখার প্রার্থীসহ তাদের নির্বাচন সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।