বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানিয়েছেন, প্রথমে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর নগরীর ৩০টি ওয়ার্ডের সাধারণ ও ১০টি আসনের সরক্ষিত কাউন্সিলরদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সূত্র মতে, এবার সাতজন মেয়র প্রার্থীর মধ্যে দলীয় নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, লাঙল প্রতীক বরাদ্দ পেয়েছেন জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন, জাকের পার্টি মনোনীত আলহাজ মো. মিজানুর রহমান বাচ্চু গোলাপ ফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীদের অনেকে প্রচার-প্রচারণা শুরু করেছেন। অনেকেই জুমার নামাজের পর থেকে গণসংযোগ শুরু করেন। তবে, প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে বিকেল থেকে পুরোদমে শুরু হবে প্রচার-প্রচারণা।
প্রসঙ্গত, আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে মোট ১৬৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৪২ জন।