বরিশাল-ঢাকা মহাসড়কে সড়কে থামছেনা মৃত্যু। প্রতিদিনই জেলার কোন না কোন এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। আহত হচ্ছে অনেকে।
আজ ২ সেপ্টেম্বর শুক্রবার বরিশাল-ঢাকা মহাসড়কে কামিনী ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩ জন। আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জেলার বাবুগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার পাথর ও তার স্ত্রী শিক্ষিকা প্রিয়াঙ্কা এবং শ্যালীকা নুপুর সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় কামিনী ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের ধাক্কায় সিএনজি টি দুমড়ে মুচড়ে যায় এতে সিএনজি চালক সহ শিক্ষক তুষার পাথর তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং শ্যালীকা নুপুর গুরুতর আঘাতপ্রাপ্ত হন। নুপুরকে দ্রুত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন।
শিক্ষক তুষার পাথর এবং স্ত্রী প্রিয়াঙ্কা ও সিএনজি চালক আশঙ্কাজনক পরিস্থিতিতে শেবাচিমে ভর্তি রয়েছেন।