বরিশালের হিজলা উপজেলায় সৎ মায়ের গরম পানি নিক্ষেপে ঝলসে যাওয়া তরুণ ছাইদুল ইসলামের (১৪) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ঘটনার পাঁচ দিন পর তার মৃত্যু হয়। নিহত তরুণ উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাউশিয়া গ্রামের নুরুল ইসলাম মীরের ছেলে।
ছাইদুলের বড় ভাই ছিদ্দিক বলেন, ছাইদুল প্রতিবন্ধী। গত ১৯ জানুয়ারি সৎ মায়ের কাছে খাবার চাইলে ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে গরম পানি ছুড়ে মারে। এতে তার শরীর গরম পানিতে ঝলসে যায়। ঘটনার পাঁচ দিন পর্যন্ত সৎ মা চিকিৎসার জন্য বাইরে যেতে দেননি।
পাঁচ দিন পর আমি নদী থেকে মাছ ধরে বাড়িতে এসে ছোট ভাইয়ের এই অবস্থা দেখে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিই। পরে সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ওই তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।