বরিশালের উজিরপুর উপজেলার ৯ নম্বর গুঠিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আ. রশিদ মোল্লা হত্যার ২৯ বছর পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদ ১৯৯৪ সালের ১ এপ্রিল সকাল ৮টায় উপজেলা দাসেরহাট খেয়াঘাটে খুন হন। এ ঘটনায় তার স্ত্রী বেগম মাসুদা উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত এ ঘটনায় অভিযুক্ত দুজনকে ফাঁসির ও আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায় ঘোষণার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বজলু হাওলাদার গত ২৯ বছর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।