শনিবার, ০১:৫১ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দ্য ইকোনমিস্টের চোখে বর্ষসেরা দেশ বাংলাদেশ উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন মনিরুজ্জামান খান টিপু – লন্ডন ইউকে এর(২০২৪-২০২৬)নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত এস আলম ও তার পরিবারের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাংকে ঢুকেছে ডাকাতদল, অভিযানে যৌথবাহিনী আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: বদিউল আলম মজুমদার বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক পিলখানা হত্যাকাণ্ড: হাসিনা-মইনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বরিশালে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৫ বার পঠিত

বিগত ১৫ বছরে নেতাকর্মীদের খুন-গুম, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যা, নির্যাতনের নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল-যুবদল। আজ বুধবার (২১ আগস্ট) বেলা ১২টায় নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে জেলা যুবদল দক্ষিণ ও মহানগরের নেতাকর্মীরা।

বৈরী আবহাওয়ার মধ্যে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর পূর্বে, দলীয় কার্যলয়ের সম্মুখে বরিশাল দক্ষিণ জেলা যুবদল ও মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান মামুনের সভাপতিত্বে এসময় অন্তবর্তীকালিন সরকারের কাছে সকল হত্যাণ্ডের বিচার দাবি করে দ্রুত খুনি শেখ হাসিনাকে দেশের মাঠিতে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম শেষ করার মাধ্যমে সর্ব্বচ শাস্তির দাবী করে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদল সহ সভাপতি এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, সহ সভাপতি সালাউদ্দিন নাহিদ, যুগ্ম সম্পাদক নুরুল আমিন কয়েস, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল বাসলাম জাহান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অপরদিকে একই দাবীতে জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকনের নেতৃত্বে নগরীর জেলখানা মোড় থেকে এক কালো পতাকার মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। অন্যদিকে জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু, যুগ্ম আহবায়ক এমরান হোসেন সহ বিভিন্ন জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com