সকল এলাকায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহ শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় ছাত্র জনতা নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা। আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে জড়িত তাদের সহায়তা করা। শুধু ক্ষমতার পরিবর্তন নয় শাসনতান্ত্রিক পরিবর্তনের আন্দোলন জোরদার করা।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি সহ বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দু ধর্মালম্বীদের ওপর হামলা, নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ শনিবার সকাল সাড়ে ১১ থেকে ঘন্টাব্যাপী নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বরিশালের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমি হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল কলেজের শিক্ষাথী সাকিব, সিটি কলেজের সাবেক শিক্ষার্থী নাহিদ, মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রিয়া আক্তার সহ শিক্ষার্থীরা।