জ্বালানি তেলসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশাল জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল জেলা ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে নগরীর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে সমাবেশে বক্তারা জ্বালানি তেলসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিং হওয়াতে সরকারের সামালোচনা করে।
এ ছাড়া এর আগে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করে।
বিক্ষোভ সমাবেশে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্যসচিব আকতার হোসেন মেবুল, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুলসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিক্ষোভ শেষে একটি মিছিল রাস্তায় বের হতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে সভাস্থল ত্যাগ করে বিএনপির নেতাকর্মীরা।