বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. সিদ্দিকুর রহমানকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ এলাকা থেকে বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
জানা গেছে, বরিশাল কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তাস্তর করে এয়ারপোর্ট থানা পুলিশ। ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বরিশাল জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় আসামি ছিলেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে বিস্ফোরক ও নাশকতায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এয়ারপোর্ট থানার (ওসি) জাকির শিকদার জানান, গ্রেপ্তার ব্যক্তি বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তাস্তর করা হয়। এরআগে একই মামলায় উপজেলার ৩ নম্বর দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরের সদর রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বাদী হয়ে বিস্ফোরক ও নাশকতা আইনে ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।