শুক্রবার, ০৮:৩৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশালে বইছে সিটি নির্বাচনের আমেজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫১ বার পঠিত
????????????????????????????????????

বরিশাল সিটি নির্বাচনের ডামাডোল বাজছে। সিটি করপোরেশন নির্বাচন আসন্ন হওয়ায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের বিল বোর্ড আর ব্যানারে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে মহানগরীতে। বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছে।

ভিতরে ভিতরে প্রার্থী চূড়ান্ত করে কৌশলী নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি আগের প্রার্থীর ওপর আস্থা রেখেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত দিলেও সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কায়।

এদিকে সিদ্ধান্তহীন বাসদ। অন্য কোনো দলের সিটি নির্বাচন নিয়ে তেমন তৎপরতা নেই। দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী ১৫ মে’র পরের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। ২০১৮ সালের ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের সাদিক আবদুল্লাহ মেয়র নির্বাচিত হন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে বরিশালসহ অন্য সিটি নির্বাচন সরকারের এসিড টেস্ট হতে পারে ভাবনায় আগে থেকে সাবধানী আওয়ামী লীগ। বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ একই সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় মহানগর এবং ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সাজিয়েছেন নিজের মতো করে।

তাকে মেয়র প্রার্থী ধরে সিটি নির্বাচনের কৌশলগত প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ। সভাপতি এবং সম্পাদক যে অনুষ্ঠানে যাচ্ছেন সেখানেই সিটি এবং জাতীয় নির্বাচনে দলের পক্ষে ভোট চাইছেন।

আওয়ামী লীগের একাধিক নেতার মেয়র পদে মনোনয়ন চাওয়ার বাসনা থাকলেও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ছাড়া প্রকাশ্যে বলছেন না কেউ। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেন, সিটি নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে ইউনিট কমিটি করা হয়েছে।

মহানগর এবং ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন বর্তমান মেয়রকে প্রার্থীর প্রস্তাব রেখে কেন্দ্রে রেজুলেশেন পাঠাবে। মাহমুদুল হক খান মামুনও মেয়র পদে দলের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।

বিএনপি এবারের সিটি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, বিএনপি এ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে না।

জাতীয় পার্টি গতবারের প্রার্থী মহানগর কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন তাপসের ওপর আবারও আস্থা রেখেছে। তাপস বলেন, নির্বাচনে অংশ না নিলে ফ্রি-ফেয়ার বোঝা যাবে না। নির্বাচন সুষ্ঠু হলে ভালো।

আর বিতর্কিত হলে জাতীয় নির্বাচনে ভিন্ন চিন্তা করবে তার দল। ইসলামী আন্দোলন এবার দলের প্রার্থী পরিবর্তন করে চরমোনাই পীরের ছোট ভাই ও চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা এছাহাক আবুল খায়েরকে প্রার্থী ঘোষণা করতে পারে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র মাওলানা আবদুল্লাহ আল মামুন।

সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন জেলা বাসদ সদস্য সচিব ও গত নির্বাচনে মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। এ ছাড়া অন্য কোনো দলের নির্বাচনী তৎপরতা দেখা যাচ্ছে না বরিশালে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com