আজ ১৬ জুন শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর সহযোগিতায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন, প্রোগ্রামার মোঃ আতিকুল রহমান, সহকারী প্রোগ্রামার সৈয়দ শওকত হোসেন রাজিব, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ প্রমূখ। বরিশাল জেলায় ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতা এবারেও মেলায় বরিশাল জেলার ১০টি উপজেলা হতে জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপে মেধাস্থান অধিকারীগণ এবং জেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাস্থান অধিকারীগণ অংশগ্রহণ করবে।
শুরুতে অতিথিরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল। পরে তার মেলার স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অতিথিরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টার দিকে
ইন্টারনেটের আসক্তি ও শিশু বিকাশের উপর এর নেতিবাচক প্রভাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলায় বিজ্ঞান বিষয়ক প্রকল্পের জন্য জুনিয়র, সিনিয়র গ্রুপে ৬ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।