বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় চরমোনাই পীরের নেতৃত্বে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন।
শুক্রবার (১৬ জুন) বিকাল ৩টার দিকে নগরীর সদর রোডে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, জুমার নামাজের পর পরই বিক্ষোভ কর্মসূচিতে আসতে শুরু করে দলটির নেতা-কর্মীরা। বিভিন্ন এলাকা থেকে সভাবেশস্থলে জড়ো হওয়া নেতা-কর্মীদের সিইসি’র কুশপুত্তলিকা ও কফিন নিয়ে আসতে দেখা গেছে। একপর্যায়ে নগরীর টাউন হলের সামনের সড়কে মিনি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি সেখানে বক্তব্য দিতে শুরু করেন নেতারা।
বিকাল ৪টার দিকে মঞ্চে ওঠেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। এ সময় বক্তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগসহ ফয়জুল করীমের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।