বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বরিশাল নগরের তিনটি থানায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি শুরু হয়।
নগরীর কাউনিয়া থানা বিএনপির উদ্যোগে আমানতগঞ্জ সোনালী আইসক্রিম মোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালনকালে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ।
এসময় তিনি বলেন, সরকারের সিন্ডিকেটের কব্জায় নিয়ন্ত্রিত হচ্ছে দ্রব্যমূল্য। তারা ইচ্ছেমত জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করে লুটপাট করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করার অপচেষ্টা চলছে। জনগনের সম্পদ লুটপাটের অভিযোগে এই সরকারকে একদিন আইনের কাঠগড়ায় দাড়াতেই হবে।