সপ্তম দফা অবরোধের সমর্থনে বরিশালে মিছিল করেছে ছাত্রদল। এদিকে বরিশাল থেকে দূরপাল্লা রুটে সিমীত পরিসরে যান চলাচল ছাড়া অবরোধে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।
সপ্তম দফা অবরোধের সমর্থনে রবিবার সকাল সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। মিছিলটি বিএম কলেজ রোড প্রদক্ষিণ করে। মিছিল থেকে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
এদিকে অবরোধে বরিশাল থেকে দূরপাল্লা রুটে সিমীত পরিসরে যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। বরিশালের স্থানীয় রুটের বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী তুলনামূলক কম। নগরীর অভ্যন্তরে প্রচুর সংখ্যক থ্রি হুইলার এবং রিকশা-অটোরিকশা চলাচল করছে। নগরীর দোকানপাঠ, অফিস আদালত ব্যাংক বীমা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।