রবিবার, ০৩:৩৭ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরগুনা পাথরঘাটায় বিএনপির কর্মসূচিতে আ’লীগের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫৭ বার পঠিত

বরগুনা পাথরঘাটায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা সদর রোডের সোনালি আবাসিক বোডিংয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতা আহত হয়েছে।

আহতরা হলেন, পাথরঘাটা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহাদী খান মুসা, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা রাসেল ইসলাম, ছাত্রদল নেতা শান্ত ও রাজিব সরকার। ঘটনার পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি বন্দসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির আহ্বায়কের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালানোর অভিযোগ করেন। এ সময় ওই পাঁচ নেতা আহত হয়।

এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দু’ঘণ্টা এ অবস্থান কর্মসূচি পালন করে। এতে দু’শতাধিক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী মো: ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সগির হোসেন লিওন।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক এম ইসমাঈল শিকদারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিদ্যুৎ, গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com