শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে আবুল কালাম (৩৩)।
স্থানীয় ইউপি সদস্য রকিব বাদশা জানান, শুক্রবার বিকেলে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে শনিবার সকালে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, বিকেলে সাড়ে ৫টায় বাগেরভিটা গ্রামের আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে যান। আজ সকালে বিল থেকে লাশ উদ্ধার করেন স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।