রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বেশ কয়েক জন আহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হামলায় তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আজ সন্ধ্যায় সাতটার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের হোটেল শেরাটন, ঢাকার সামনে মৌন অবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। একই সময় বনানীর কাকলী মোড়ের কাছে অবস্থান নেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বরেন করেন। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও বনানী থানা কমিটির সাবেক সভাপতি মো. মাসুদ প্রমুখ। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে দ্রুত মৌন কর্মসূচি শেষ করা হয়। বিএনপির অভিযোগ, রাত ৭টা ৫০ মিনিটের দিকে কর্মসূচি শেষ হওয়ার পরই কাকলীতে অবস্থানরত একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের নেতাকর্মীদের ধাওয়া দেয়।