রাজধানীর বনানীর একটি নির্মাণাধীন ভবনের বর্জ্যে বৃহস্পতিবার আগুন ধরেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিকেল তিনটার দিকে নিউজবাংলাকে জানান, বনানীর ৪ নম্বর সড়কের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ির পাশে নির্মাণাধীন ভবনটিতে বেলা ২টা ৪০ মিনিটে আগুনের খবর আসে। এর ভিত্তিতে বাহিনীর মহাখালীর একটি টহল গাড়ি সেখানে যায়।তিনি জানান, আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।