স্টাফ রিপোর্টার,গাজীপুর:
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ইফতার দূরের কথা মানুষের জীবন বাঁচানোই এখন কঠিন হয়ে পড়েছে। সব কিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় মানুষের জীবন উষ্ঠাগত হয়ে পড়েছে। এই সরকার ধোঁকা ও মিথ্যার ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করছে। বদর আমাদের মিথ্যার বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা।
শনিবার টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বদর দিবস উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রমিক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার, বিশেষ বক্তা ছিলেন গাজীপুর মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আক্তারুজ্জামান, ভিপি আশরাফ হোসেন টুলু, অ্যাডভোকেট আব্দুস সালাম, শাহাদাত হোসেন শাহীন, সরকার শাহ নূর ইসলাম রনি, মইজুদ্দিন তালুকদার, তাজুল ইসলাম বেপারি প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আসিফ বিন হারুন।
###
স্টাফ রিপোর্টার,গাজীপুর।