চলছে না ৩ চাকার কোনো যানও। ভোলার সঙ্গে নৌ যোগাযোগও বন্ধ। তা সত্ত্বেও বরিশালে শনিবারের বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে ১ দিন আগেই শহরে পৌঁছানো বিএনপি নেতা-কর্মীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে সমাবেশের জন্য নির্ধারিত বঙ্গবন্ধু উদ্যান।
আজ শুক্রবার সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা আগত বিএনপি নেতা-কর্মীরা বঙ্গবন্ধু উদ্যান ও এর আশপাশের এলাকায় অবস্থান নিতে থাকেন। মিছিলে-স্লোগানে মাতিয়ে তোলেন চারপাশ। উদ্যানসংলগ্ন লেকে গোসল করে জুমার নামাজ আদায় করে তাদের অনেকে এখানেই রান্না করা খাবার খান।
উদ্যান ঘুরে দেখা যায়, কোথাও কোথাও নেতা-কর্মীরা গোল হয়ে বসে নিজেদের মধ্যে আলোচনা সেরে নিচ্ছেন। কেউ গাছ কিংবা সামিয়ানার ছায়ায় বিশ্রাম নিচ্ছেন।
ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে শহর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে গোটা শহর ছেয়ে গেছে ব্যানার আর বিলবোর্ডে। নগরীর সদর রোড, জিলা স্কুল মোড়, রাজা বাহাদুর সড়ক কিংবা লঞ্চঘাট- সবখানেই বর্ণিল ব্যানার আর বিলবোর্ডের প্রদর্শনী যেন।
ভোলা ছাড়াও পটুয়াখালী ও বরগুনা থেকে ট্রলারে করে বরিশাল পৌঁছেছেন অনেকে।