এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন’র (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নতুন দুইটি বই। বইগুলো হলো- সময়ের প্রেক্ষিতে এবং প্রত্যাশা। বই ২টি পাওয়া যাবে গ্রন্থমেলার ৬ নম্বর প্যাভিলিয়নে প্রথমা প্রকাশনীতে।
সময়ের প্রেক্ষিতে এমনই একটি উপন্যাস। যাতে দুজন মানুষের সমান্তরাল জীবনবাস্তবতা রূপায়িত হয়েছে। দেশ ও প্রবাসজীবনের পটভূমিতে লেখা এ উপন্যাসের কাহিনী জুড়ে রয়েছে বেদনা ও বিরহের সুর। মানুষের চাওয়া-পাওয়ার হিসাব কিভাবে অনেক সময় জীবনকে দুর্বিষহ করে তোলে, তারই এক চিত্র ফুটে উটেছে এ উপন্যাসে। মানুষ কি তার স্বপ্নের দিনগুলো সময়ের ফ্রেমে বাঁধতে পারে? এ প্রশ্নেরই উত্তর যেন খুঁজেছেন লেখক এ বইয়ে।
ইউরোপের ২৫টি দেশের প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) সভাপতি। ২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ প্রবাসী বিশ্ব সম্মেলনের সফল আয়োজনকারী হিসাবে দেশে বিদেশে প্রশংসিত হয়েছিলেন তিনি।