পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর ফের সন্ত্রাসী হামলা হয়েছে। প্রদেশটির বোলানে বোমা হামলায় বেলুচিস্তান কন্সটাবুলারির অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। কাছির এসএসপি মাহমুদ নোটেজাই আজ সোমবার জিও নিউজকে এ তথ্য জানান।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বোলানে কামব্রি ব্রিজের কাছে এই বিস্ফোরণ ঘটে। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। তিনি হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী।