ভারতে চলছে লিজেন্ডস ক্রিকেট লিগ। সেখানে চালু হয়েছে নতুন এক নিয়ম। ফুটবলের মতো এখানেও ম্যাচের মধ্যে খেলোয়াড় বদল করা হচ্ছে টুর্নামেন্টে। এটিকে বলা হচ্ছে ‘সুপার সাবস্টিটিউট’। ইনিংসের ১০ ওভার পর থেকে মাঠে আনা যাবে নতুন ক্রিকেটার। তবে খেলা শুরুর আগে দলের খেলোয়াড় তালিকায় সেই ক্রিকেটারের নাম থাকতে হবে।
পরিবর্তিত ক্রিকেটার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করতে পারবেন। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তা পরীক্ষামূলকভাবে এ নিয়ম ব্যবহার করা হবে। তবে এ প্রতিযোগিতায় ১৪ ওভারের পর থেকে খেলোয়াড় বদল করা যাবে।