ফিলিস্তিনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দালাল আবু আমনাহকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। একটি ফেসবুক পোস্টের জেরে তাকে গ্রেফতার করা হয়েছে।
আবু আমনাহ ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনের নাগরিক। তিনি ফিলিস্তিনের ঐতিহ্য বহন করে এমন গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেছেন।
সোমবার নাজারেথে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ফিলিস্তিনি ও ইসরাইলি গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে।
আমনাহর আইনজীবী আবির বকরের উদ্ধৃত করে আরব ৪৮ জানায়, তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে আরবিতে একটি পোস্ট করেন। যার মানে হলো, ‘আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই।’ এই পোস্টের জেরেই তাকে গ্রেফতার করা হয়।
আবির বকর বলেন, ইসরাইলি পুলিশ আবু আমনাহকে জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছেন। এর আগে গত সপ্তাহে ইসরাইলিদের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন তিনি।