নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে বুধবার বলেছেন, তার দেশ ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। স্পেন ও আয়ারল্যান্ডও একই ঘোষণা দিয়েছে।
স্পেন ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে বুধবার সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বুধবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে বলে জানান।
বুধবার এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে বলেন, ‘চলমান যুদ্ধের মধ্যে আমাদের অবশ্যই একটি বিষয় টিকিয়ে রাখতে হবে, যেটা ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিরাপদ আবাস দিতে পারে : দুটি রাষ্ট্র, যেখানে মানুষ একে অপরের সাথে শান্তিতে বসবাস করতে পারবে।’
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে, আয়ারল্যান্ড ও নরওয়ের ঘোষণার কারণে তারা ওই দুই দেশ থেকে রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইসরাইল বলছে, এভাবে স্বীকৃতি দেয়া হলে ‘আরো সন্ত্রাসবাদ ও অস্থিরতা’ বাড়বে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়া ও মাল্টাও সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আভাস দিয়েছে। তাদের বক্তব্য, ওই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধান প্রয়োজন।
নরওয়ের ঘোষণার আগে জাতিসঙ্ঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৪৩টি রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল।
সুইডেন প্রায় এক দশক আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। ফ্রান্স এখনো এমনটি করার পরিকল্পনা করছে না।
সূত্র : ডয়চে ভেলে