মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর দারুণ আরেকটি সুখবর পেল বাংলাদেশ। ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উপরে উঠে এখন ১৪০তম স্থানে গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের দল।
বাংলাদেশ নারী দলের মোট পয়েন্টেও হয়েছে উন্নতি। সাবিনা-কৃষ্ণাদের আগে পয়েন্ট ছিল ১০১৭.১৬, তা বেড়ে ১০৫৪.৫৫-তে দাঁড়িয়েছে।
সাউথ এশিয়ার দলগুলোর মধ্যে এখনো শীর্ষে ভারত। সাফের গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর তারা তিন ধাপ নিচে নেমে ৬১তে আছে। তাদের চেয়ে ৪২ ধাপ পেছনে থাকা সাফে রানার্সআপ নেপাল ১০৩-এ।
২০১৭ সালে র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে ছিল বাংলাদেশের মেয়েরা। পাঁচ বছর আগে তারা ১০০তে ছিল। নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পাওয়াতে গত আগস্টে র্যাঙ্কিংয়ের সবচেয়ে বাজে অবস্থান ১৪৭-এ নেমেছিল।
মেয়েদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। জার্মানিকে তিনে নামিয়ে দুইয়ে উঠে এসেছে সুইডেন।