দীর্ঘ চার বছর আটকে থাকার পর গেল ২১ জানুয়ারি মুক্তির অনুমতি মেলে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। নানা নাটকীয়তার পর সেন্সর আপিল কমিটির সভায় এর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। এরপরই ‘শনিবার বিকেল’র অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, বলিউডের সিনেমা ‘ফারাজ’র আগে অথবা একই দিন দেশে মুক্তি পাবে সিনেমাটি।
আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে হানসাল মেহতার ‘ফারাজ’ সিনেমাটি। তবে ‘শনিবার বিকেলে’র ভাগ্যে এখনো মেলেনি মুক্তির অনুমতি চিঠি। তাহলে কি ‘ফারাজ’র আগে বা একই দিন ‘শনিবার বিকেল’ মুক্তি পাবে?
সেন্সর আপিল কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত বলেন, ‘আমরা ছবিটি দেখেছি আর এটি মুক্তির পক্ষে রায় দিয়েছি। আমাদের কাজ এখানেই শেষ। এখন সেন্সর ছাড়পত্র দেওয়ার কাজ বোর্ডের। তারা কেন দেরি করছে, তা আমার জানা নেই।’
সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, তাদের কাছে ‘শনিবার বিকেল’ মুক্তির বিষয়ে এখনও কোনো ‘গ্রিন সিগন্যাল’ আসেনি। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার অপেক্ষায় আছে তারাও। আর সে কারণেই মিলছে না ‘শনিবার বিকেল’র ছাড়পত্র।
এদিকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘সেন্সর বোর্ডের ভাই-বোনেরা, আমরা এখনো আপনাদের চিঠির অপেক্ষায়। বাংলাদেশের আইন অনুযায়ী আপিল বোর্ড একটা সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে। “শনিবার বিকেল”র ব্যাপারে তাদের সিদ্ধান্ত দেশি-আন্তর্জাতিক পত্র-পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে সারা দুনিয়ার মানুষ জানে। তারা সবাই তাকিয়ে আছে। আর দেরি না করে চিঠিটা তাড়াতাড়ি পাঠান। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি।’
‘ফারাজ’ সিনেমার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এদিকে “ফারাজ” রিলিজ হচ্ছে ৩ তারিখ। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে “শনিবার বিকেল”র দিকে। “ফারাজ”র সঙ্গে একই দিন বা এক ঘণ্টা আগে হলেও এটি দেখতে চায় সবাই। সুতরাং এটা দ্রুত সমাধান করেন।’
উল্লেখ্য, রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন- নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনারসহ অনেকেই।
অন্যদিকে আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’ নামের একটি সিনেমা। সেটিও নির্মিত হয়েছে হোলি আর্টিজানের ঘটনাকে ঘিরে। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার।
‘ফারাজ’র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে জাহান কাপুর। এতে আরও অভিনয় করেছেন- যতীন সারিন, আমির আলি, জুহি বাব্বারসহ অনেকে। সিনেমাটি নির্মাণ করেছেন হানসাল মেহতা।