বৃহস্পতিবার, ০৯:৫৮ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ফরাসি নির্মাতা জ্যঁ লুক গদারের জীবনাবসান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৩ বার পঠিত

ফরাসি নিউ ওয়েব সিনেমার জনক জ্যঁ লুক গদার মারা গেছেন। আজ মঙ্গলবার ৯১ বছর বয়সে কিংবদন্তী এই পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ফরাসি সংবাদপত্র লিবারেশন। তার পরিবার জানিয়েছে, বার্ধক্যজনিত নানা ব্যাধিতে জর্জরিত হয়ে পড়েছিলেন পরিচালক। ‘ব্রেথলেস’-এর মতো কালজয়ী সিনেমা বানিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন গদার।

সাত দশকের ক্যারিয়ারে নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন গদার। ১৯৩০ সালের ৩ ডিসেম্বর একটি সংস্কৃতিমনা পরিবারে জন্ম তার। শৈশব কেটেছিল ফ্রান্স আর সুইজারল্যান্ডে। তিনি গণিতে পারদর্শী ছিলেন। আর ছিলেন বইপোকা। ১৯৪৬ সালে প্যারিসে যান স্কুলশিক্ষা শেষ করার জন্য। প্রথমদিকে সাহিত্যিক ও শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা থাকলেও বয়ঃসন্ধি পেরিয়ে তিনি সিনেমার নেশায় পড়েন।

গদারের প্রথম ফিচার সিনেমা ‘ব্রেথলেস (১৯৬০)’। এই সিনেমায় নতুন এক ভাষার জন্ম দেন তিনি। এরপর ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, ‘মেড ইন ইউএসএ’র মতো একের পর এক কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার সিনেমা বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশের খ্যাতিমান পরিচালকদের অনুপ্রাণিত করেছে।
ক্যামেরাকে কলমের মতো ব্যবহার করেছেন গদার। আবিষ্কার করেছেন নিজস্ব নন্দনতত্ত্ব। ষাটের দশক থেকে সিনেমা নিয়ে তার নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা বহু পরিচালককে পথ দেখিয়েছে। চিরাচরিত পারিপাট্য, চিত্রায়ণের ব্যাকরণকে ধাক্কা দিয়েছিল গদারের হ্যান্ডহেল্ড ক্যামেরার কাজ। তার হাতেই জন্ম নিয়েছিল জাম্প কাট।

২০১০ সালে তাকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত করে একাডেমি। ২০১৪ সালে তার সিনেমা ‘গুডবাই’ কান উৎসবে জুরি পুরস্কার পায়। ২০১৮ সালে তার সিনেমা ‘ইমেজ বুক’ ‘স্পেশাল পাম দ’র পেয়েছে। এর আগে ২০০২ সালে সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের এক জরিপে সমালোচকদের দেওয়া ভোটে সর্বকালের সেরা দশ পরিচালকের তালিকায় তৃতীয় স্থানে ছিল গদারের নাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com