ফরাসি নিউ ওয়েব সিনেমার জনক জ্যঁ লুক গদার মারা গেছেন। আজ মঙ্গলবার ৯১ বছর বয়সে কিংবদন্তী এই পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ফরাসি সংবাদপত্র লিবারেশন। তার পরিবার জানিয়েছে, বার্ধক্যজনিত নানা ব্যাধিতে জর্জরিত হয়ে পড়েছিলেন পরিচালক। ‘ব্রেথলেস’-এর মতো কালজয়ী সিনেমা বানিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন গদার।
সাত দশকের ক্যারিয়ারে নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন গদার। ১৯৩০ সালের ৩ ডিসেম্বর একটি সংস্কৃতিমনা পরিবারে জন্ম তার। শৈশব কেটেছিল ফ্রান্স আর সুইজারল্যান্ডে। তিনি গণিতে পারদর্শী ছিলেন। আর ছিলেন বইপোকা। ১৯৪৬ সালে প্যারিসে যান স্কুলশিক্ষা শেষ করার জন্য। প্রথমদিকে সাহিত্যিক ও শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা থাকলেও বয়ঃসন্ধি পেরিয়ে তিনি সিনেমার নেশায় পড়েন।
২০১০ সালে তাকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত করে একাডেমি। ২০১৪ সালে তার সিনেমা ‘গুডবাই’ কান উৎসবে জুরি পুরস্কার পায়। ২০১৮ সালে তার সিনেমা ‘ইমেজ বুক’ ‘স্পেশাল পাম দ’র পেয়েছে। এর আগে ২০০২ সালে সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের এক জরিপে সমালোচকদের দেওয়া ভোটে সর্বকালের সেরা দশ পরিচালকের তালিকায় তৃতীয় স্থানে ছিল গদারের নাম।