প্রিয় মানুষটাকে ভালোবেসে কত কিছু তো দেওয়া যায়, তবে একটা গোলাপ যেন সব কিছুর শূন্যতা পূরণ করে নিমেষেই। ভালোবাসার মানুষটাকে গোলাপ দেওয়ার দিন আজ।
আজ ৭ ফেব্রুয়ারি রোজ ডে। ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন। রোজ ডে মানেই প্রিয়জনকে অনেক গোলাপ উপহার দেওয়া।
ফুল ভালোবাসার প্রতীক। ভালবাসার প্রতিটি ধাপেই গোলাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, সে বন্ধুত্বই হোক আর প্রেমই হোক!
এখন অনেক রঙের গোলাপ পাওয়া যায়। লাল হলুদ সাদা গোলাপি নানা রঙের গোলাপের সৃষ্টি একেবারেই খামাখা নয়। ভিন্ন ভিন্ন রঙে গোলাপের আবেদনও ভিন্ন।তবে জানেন কি? ভিন্ন রঙের গোলাপ ভিন্ন অর্থ প্রকাশ করে। লাল গোলাপ যদি ভালবাসার প্রতীক হয়, তবে হলুদ এবং গোলাপি গোলাপেরও গভীর অর্থ রয়েছে। একইভাবে, সাদা, পিচ, কমলা এই প্রত্যেকটি গোলাপেরই বিশেষ অর্থ আছে।
লাল গোলাপ: প্রেমের কবিতা, গল্পে বার বার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন।
গোলাপি গোলাপ: ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।
সাদা গোলাপ: সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক আবার আধ্যাত্মিকতারও প্রতীক। মৃতদেহ, কবরের উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা। কাউকে মিস করলে তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।
কমলা গোলাপ: কমলা গোলাপ আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।
হলুদ গোলাপ: হলুদ গোলাপও বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।
এভাবে রোজ ডের পর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে।