২০২০ সালে নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করেছিলেন রেডিও জকি (আরজে) কিবরিয়া। নাম দিয়েছিলেন ‘আপন ঠিকানা’। তার প্রোগ্রামে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষদের গল্প শোনা হতো।
বেশ কিছু দিন যেতে না যেতেই এটি হয়ে ওঠে পরিবারকে খুঁজে পাওয়ার একটি অনন্য প্ল্যাটফর্ম। ঠিক এভাবেই গত তিন বছরে অনুষ্ঠান হয়েছে ৪০০টির বেশি। আর এর মাধ্যমে প্রায় ৩৫০ জন ফিরে যেতে পেরেছেন নিজ পরিবার ও স্বজনদের কাছে।
আরজে কিবরিয়ার সাক্ষাৎকারটি মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইউটিউবের অফিসিয়াল ব্লগে প্রকাশিত হয়েছে। যেটার শিরোনাম ছিল, ‘যেভাবে একজন কনটেন্ট ক্রিয়েটর প্রায় ৩৫০টি পরিবারের পুনর্মিলনে ভূমিকা রেখেছেন’।
আরজে কিবরিয়ার বলেন, ইউটিউবের ব্লগে তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা পেলেন। এমন অনন্য অর্জনে বাকরুদ্ধ তিনি। এটা নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘হাত কাঁপছে! কী লিখবো বুঝতে পারছিনা! আলহামদুলিল্লাহ। লিংকে গেলে বুঝতে পারবেন হয়তো। বাংলাদেশের কোনও কনটেন্ট ক্রিয়েটরকে নিয়ে এটাই প্রথম ইউটিউব ব্লগ পোস্ট। এর আগে বাংলাদেশ থেকে কোনও কনটেন্ট ক্রিয়েটরকে ইউটিউব তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে আনেনি।’
আরজে কিবরিয়া আরও বলেন, তার অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের কাছে তাদের স্বজনদের ফিরিয়ে দেয়াটা সারা বিশ্বেই অদ্বিতীয় ঘটনা। ইউটিউব যদি চায়, বিশ্বের অন্য দেশেও এমন অনুষ্ঠান করতে, কিবরিয়ার প্রতিষ্ঠান তাদের যথার্থ সহযোগিতা করবে।
প্রসঙ্গত, জীবন গড়ার শুরুতে মানে দেড় দশকের বেশি সময় ধরে রেডিও জকি হিসেবে কাজ করেছেন আরজে কিবরিয়া। তার শুদ্ধ ও সাবলীল বাচনভঙ্গি অনেকেরই প্রিয়। সেই সুবাদে বিভিন্ন টিভি অনুষ্ঠানও করেছেন।
এ জাতীয় আরো খবর..