সব নাটক আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত এমপিরা। তাদের শপথ বাক্য পাঠ করান পরিষদের বিদায়ী স্পিকার সিবতাইন খান। খবর জিও নিউজ ও দ্য নিউজের।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুই ঘণ্টার বেশি বিলম্বের পর স্পিকার সিবতাইনের সভাপতিত্বে প্রাদেশিক পরিষদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে ৩১৩ এমপি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পিএমএল-এনের ও এর মিত্রদের ২১৫ জন এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) ৯৮ এমপি শপথ গ্রহণ করেছেন।
মরিয়ম বর্তমানে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নওয়াজ শরিফের বড় মেয়ে এবং শাহবাজ শরিফের ভাতিজি। এবার তিনি শরিফ পরিবারের চতুর্থ সদস্য হিসেবে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে এমপির শপথ বাক্য পাঠ করেন। একই সঙ্গে তিনি এই পরিবারের প্রথম নারী এমপিও। সব কিছু ঠিক থাকলে তিনিই হচ্ছেন পাঞ্জাবের পরবর্তী ও প্রথম নারী মুখ্যমন্ত্রী।