স্মৃতি বড্ড উদাসীন!
অষ্টপ্রহর বাজে হৃদয় দহনে মনে পড়ে কিনা পড়ে যায়
ফুলের সৌরভ ছড়িয়ে দাও অঙ্গ প্রত্যঙ্গে
খুলে দাও দ্বিপ্রহর দ্বার ; বাহুডোর আঁকড়ে ধরো
ক্ষমা করিবেনা বারবার ।
প্রতিদ্বন্দ্বী হতে দিবেনা প্রেম অজানা গন্তব্যের পথে
একটি বার আলিঙ্গন করে নিতে পারো! না ছুঁয়ে হৃদয়ে হৃদয়
সুখে দুঃখে মিলিয়ে নাও প্রাপ্তি আপন আপনায়
দীর্ঘশ্বাস ফেলার ক্ষণেক্ষণে প্রতিশ্রুতি রেখো দুজন দুজনায় ।
আহার নেই , ক্লান্তি নেই – আছে শুধু সমাহার
প্রাপ্তি পাবে অনুরূপ তুল্য ঋজু সত্য সুন্দর মনোহর ।
হংকং -২০-০৫-২০২৪