আব্দুর রহমান এর নিখোঁজ হওয়া নিয়ে বিএনপি মহাসচিব এর উদ্বেগ এবং তাকে জনসম্মুখে হাজির করার আহবান জানিয়ে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি প্রদান করেছে।
বিএনপি মহাসচিব বলেন ,“জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানকে গত ১০ এপ্রিল ২০২৩, বিকেল ৩টায় সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান মেলেনি।
এ নিয়ে তার পরিবারসহ সংশ্লিষ্ট সকলেই গভীর উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন।
তার পরিবার-পরিজনদের ধারণা-আইন শৃঙ্খলা বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে।
আমি অবিলম্বে আব্দুর রহমানকে জনসম্মুখে হাজির করার জোর আহবান জানাচ্ছি। নচেৎ তাকে নিয়ে অনাকাঙ্খিত কিছু ঘটলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।”