বুধবার, ০২:৫১ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৫, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে গৌরনদীর শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ফলদ বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার পঠিত

সবুজায়নে পূবালী ব্যাংক পিএলসি শ্লোগানকে ধারন করে বুধবার বরিশালের গৌরনদীতে পূবালী ব্যাংকের উদ্যোগে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ফলদ বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পুবালী ব্যাংক টরকী বন্দর শাখার আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৌরনদী উপজেলা পরিষদ চত্বর ও গৌরনদী গালস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে পৃথক দুটি ফলদ বৃক্ষের চারা রোপন করে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম মোঃ রুহুল আমীন। গৌরনদী গালস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জওহর লাল পাল, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, পূবালী ব্যাংক পিএলসি বরিশাল ইসলামীক উইং শাখার ব্যাবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম (এসপিও), টরকী বন্দর শাখার ব্যাবস্থাপক, মোঃ জাকির হোসেন (এসপিও) গৌরনদী উপ-শাখার ব্যাবস্থাপক সিনিয়র অফিসার মোঃ আতিকুর রহমান প্রমুখ।
ব্যাংকটির সিএসআর কার্যক্রমের অধীন পিএলসি প্রকল্পের মাধ্যমে উপজেলার সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যামিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক স্কুলসহ উপজেলার ১৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ শতাধীক ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়েছে বলে প্রকল্পের দায়িত্বসংশ্লীষ্ট ব্যাংকটির কর্মকর্তাগন জানিয়েছেন। পূবালী ব্যাংক পিএলসি প্রকল্প থেকে বিনামুল্যে বৃক্ষের চারাগুলো সরবরাহ করা হয়। সেই সাথে প্রয়োজনীয় সার ও চারা রক্ষাবেক্ষনের জন্য নিরাপত্তা বেষ্টনী তৈরীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নগদ টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com