পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা বিএনপির ২৭ নেতাকর্মীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেমায়েত উদ্দিন বেপারীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক শিকদার মল্লিক ইউনিয়নের চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁন এর পরিচালনায় আজ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আঃ ছালাম বাতেন,জেলা শ্রকিম দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু,পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন,পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান রুবেল, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান আহমেদ সজীব, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শেখ, সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দর।
নেতৃবৃন্দ সরকারের মিথ্যা বানোয়াট কাল্পনিক মামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান,
প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন- সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, তারা পতনের ভয়ে দিশেহারা তাই নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট কাল্পনিক মামলা দিচ্ছে, কর্মসূচি চলাকালীন সময় পুলিশের সহযোগীতায় হামলা করে নেতাকর্মীদের আহত করে আবার উল্টো তাদের নেতাকর্মীদের মামলা দেওয়া হচ্ছে, মামলা হামলা করে পিরোজপুর জেলা বিএনপির কর্মসূচি বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না, তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন- ভবিষ্যতে প্রতিটি হামলা মামলার হিসাব পরিশোধ করা হবে।
উল্লেখ গত ১ লা এপ্রিল জেলা বিএনপির কর্মসূচিতে স্থানীয় ছাত্রলীগ হামলা কর,উক্ত হামলায় ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহমেদ সোহেল মনজুর সুমন এর গাড়ী ভাংচুর এবং প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জেলা বিএনপির অভিযোগ,
পরবর্তীতে ঐদিন পিরোজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড এর রিয়াজুল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ ২৭ জন নেতাকর্মী কে নামীয় এবং প্রায় ৫০/৬০ জন অজ্ঞাত নামা উল্লেখ করে মামলা দায়ের করেন।