বৃহস্পতিবার, ০৬:৪৩ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ১২ উগ্রবাদী নিহত বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান, একে৪৭-সহ বিপুল অস্ত্র উদ্ধার শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয় বাইডেন-ট্রাম্প বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে কী বললেন নুর বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা

পিরোজপুরে ছাত্রদলের ২ নেতাসহ আটক ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

পিরোজপুরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার (২৮) ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান শাহীনসহ (৩০) বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

জানা গেছে, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারকে গতকাল শনিবার রাত ২টার দিকে জেলার সদর উপজেলার পৌর সভার ধুপপাশা এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক সালাউদ্দিন জেলা যুবদলের সাবেক সভাপতি মৃত নাসির তালুকদারের ছেলে।

এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান শাহীনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর একটি দল। হাসান জেলা শহরের কালিবাড়ী এলাকার বেলায়েত হোসেনের ছেলে। হাসানকে আটকের সময় তার সঙ্গে থাকা ছাত্রদলকর্মী শামীম হাওলাদারকে আটক করা হয়। আটক শাহীন ও শামীমকে জেলার নাজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও জেলার ভাণ্ডারিয়ায় মো. মিজানুর রহমান (৪৫) নামে এক সংবাদকর্মীকে আটক করা হয়েছে। তিনি দৈনিক যায়যায় দিন পত্রিকার ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি।

ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশেকুজ্জামান জানান, মিজানুর রহমান সাংবাদিক পরিচয় দিলেও তিনি মূলত জামায়াত নেতা হিসেবে রাজনীতির সঙ্গে জড়িত।

গতকাল রাতে জেলার নাজিরপুর থানা পুলিশ উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আল মামুন সর্দারকে (৪২) আটক করা হয়। আটক আল মামুন ওই ইউনিয়নের রামনগর গ্রামের মৃত সাইদুর রহমান সর্দারের ছেলে।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, আটকরা নাশকতার ও পরিকল্পনার সঙ্গে জড়িত।

এদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীনকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com