রবিবার, ০৫:২২ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পাপুয়া নিউগিনিতে দাঙ্গা-লুটপাট, নিহত অন্তত ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৩৫ বার পঠিত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে বড় ধরনের দাঙ্গা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে করে দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

দেশটির পুলিশের বরাতে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, রাজধানী পোর্ট মোরেসবিতে আটজন নিহত হয়েছে এবং সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশটির উত্তরে লে-তে আরও সাতজন নিহত হয়েছে।

মূলত বেতন কমানো নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকালে পুলিশ ধর্মঘটে যাওয়ার পর দোকান ও গাড়িতে আগুন দেওয়া হয় এবং সুপারমার্কেটগুলো লুট করা হয়। বুধবার দাঙ্গা ও বিক্ষোভে শত শত মানুষ রাস্তায় নেমে আসে।

টেলিভিশনের ভিডিওতে বুধবার পোর্ট মোরেসবির রাস্তায় হাজার হাজার মানুষকে লুট করা জিনিসপত্র বহন করতে দেখা যায়। বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুরো শহর জুড়ে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল।

পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলেছিলেন যে অনাচার সহ্য করা হবে না। বৃহস্পতিবার তিনি জনসাধারণের উদ্দেশে বলেন, আইন ভঙ্গ করলে নির্দিষ্ট ফলাফল পাওয়া যায় না।

শৃঙ্খলা পুনরুদ্ধার করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বুধবার রাতের মধ্যে বেশিরভাগ দাঙ্গা শিথিল হয়ে এলেও মারাপে স্বীকার করেছেন, এখনও উত্তেজনা রয়েছে।

পুলিশ এবং অন্য সরকারি কর্মচারীরা বুধবার সংসদের বাইরে বিক্ষোভ ধর্মঘট করার পরে তাদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস করার পরে অস্থিরতা শুরু হয়েছিল।

প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন যে কম্পিউটারে ত্রুটির কারণে সরকারি কর্মচারীদের বেতন-চেক থেকে প্রায় ১০০ ডলার কেটে নেওয়া হয়েছে এবং সরকার কিছু বিক্ষোভকারীর দাবি অনুযায়ী কর বাড়াচ্ছে না।

চীনা দূতাবাসও পিএনজি সরকারের কাছে একটি অভিযোগ দায়ের করে জানিয়েছে যে বেশ কয়েকটি চীনা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে এবং বেশ কয়েকজন চীনা নাগরিক আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com