পাঠ্যপুস্তকের ভুলত্রুটি ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে দুটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার শিক্ষামন্ত্রী দীপু মনি কমিটি দুটির অনুমোদন দেন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের বিষয়টি জানা গেছে।
এর মধ্যে একটি কমিটি সাত ও অন্য কমিটি পাঁচ সদস্যের। সাত সদস্যের কমিটিকে ৩০ কর্মবিদস ও পাঁচ সদস্যের কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হলা হয়।
অন্য কিমিটির আহ্বায়ক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। এ কমিটির ভুল-ভ্রান্তির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কোন কোন কর্মকর্তা জড়িত তাদের খুঁজে বের করবে। এ কমিটিকে প্রতিবেদন দিতে হবে ১৫ কর্মদিবসের মধ্যে।