পাকিস্তানের তোরখাম সীমান্তে পাকিস্তান সেনা ও আফগান সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে এক পাক সেনা আহত হয়েছেন। তালেবান জানিয়েছে, পাকিস্তান প্রতিশ্রুতি ভঙ্গ করায় সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।
সংবাদপত্র দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তানের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে আফগানিস্তান বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে। পাক সেনারা তার জবাব দিয়েছে।’
রোববার তোরখামে তালেবান কমিশনার বলেন, পাকিস্তান তাদের দেয়া প্রতিশ্রুতি মানছে না। তাই সীমান্ত বন্ধ রাখা হয়েছে।
তবে পাকিস্তান কোন প্রতিশ্রুতি মানছে না, তা তিনি জানাননি।
অসমর্থিত মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, চিকিৎসা করতে আসা আফগানদের জন্য পাকিস্তান তাদের দরজা বন্ধ করে দিয়েছে। কোনোরকম ঘোষণা ছাড়াই তারা এ কাজ করেছে।
বিষয়টি নিয়ে এখন দু’দেশের কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ গোলাগুলির পর পাকিস্তান সীমান্তের গ্রামগুলো থেকে লোকজন সরিয়ে নিয়েছে। সীমান্ত বন্ধ থাকায় বাজারে জিনিসপত্র কমে গেছে বলে স্থানীয় মানুষ জানিয়েছে। অন্তত তিন শ’ ট্রাক সীমান্তে দাঁড়িয়ে আছে বলে জানা গেছে।
সীমান্ত বন্ধ থাকায় সবচেয়ে অসুবিধায় পড়েছে দিনমজুররা। তারা সোমবার প্রতিবাদও জানিয়েছে।
সূত্র : ডয়চে ভেলে