পাকিস্তানে আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। পরের দিন ৯ এপ্রিল সন্ধ্যায় চাঁদটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। এ সময় অন্তত ৫০ মিনিট চাঁদটি আকাশে থাকবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ছাড়া অন্য সব অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে।
গত ১১ মার্চ পাকিস্তানে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল। ফলে পর দিন ১২ মার্চ থেকে শুরু হয়েছিল রোজার মাস। যদি ৯ এপ্রিল রাতে শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে দেশটিতে এবার রোজা হবে ২৯টি।
সৌদি আরব, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ জানিয়েছে, ওই অঞ্চলে ১০ এপ্রিল ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাদের রোজার সংখ্যা হবে ৩০টি।
সাধারণত সৌদি আরবের ঈদ উদযাপনের পরের দিনই এই অঞ্চলে ঈদ হয়ে থাকে। এই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ১১ এপ্রিল পবিত্র ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আরবি বর্ষপঞ্জিতে পর পর ৩ মাস ২৯ দিনের হয় না। আগের দুই মাস ২৯ দিনের হওয়ায় রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল। এ হিসেবকে সামনে রেখেই এবারের ঈদুল ফিতরের ছুটির তালিকা করেছে সরকার।