পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। এটি তার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদ। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ভাই।
সোমবার (৪ ফেব্রুয়ারি) শাহবাজ শরিফকে প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে শপথবাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।
এ সময় উপস্থিত ছিলেন নওয়াজ শরিফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং সিদ্ধ, পাঞ্জাব ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীরা।
দেশটির সেনাপ্রধান আসিম মুনিরও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার (৩ মার্চ) ২০১ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৭২ বছর বয়সী শাহবাজ শরিফ।
তার আগে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রায় চার সপ্তাহ অনিশ্চিত সময় পার হওয়ার পর কোয়ালিশন সরকার গঠনে সম্মত হয় পিএমএল (এন) ও পিপিপি।
সূত্র : ডন, রয়টার্স