রবিবার, ০১:৪১ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পর্যটকদের জন্য খুলে দেয়া হলো খাগড়াছড়ি-সাজেক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২২ বার পঠিত

পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় স্বস্তি ফিরেছে খাগড়াছড়ির পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টদের। আজ মঙ্গলবার থেকে পর্যটকরা খাগড়াছড়ির সকল পর্যটন স্থানগুলোয় ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া পর্যটকরা সাজেকও যেতে পারবেন। জেলা প্রশাসকের এ ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায় জড়িতরা।
এতে করে দীর্ঘ এক মাস পর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

এদিকে পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টরা খাগড়াছড়িতে আগত পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানান।

সম্প্রতি পার্বত্য অঞ্চলের পাহাড়ী বাঙ্গালী এবং আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে সঙ্ঘাতের কারণে প্রশাসনের পক্ষ থেকে তিন পার্বত্য জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক হওয়ায় গত ১ নভেম্বর রাঙ্গামাটি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। আজ (৫ নভেম্বর) থেকে পর্যটকরা খাগড়াছড়ির সকল পর্যটন স্থানগুলো ভ্রমণ করতে পারবেন বলে জানিয়ে দেয় স্থানীয় প্রশাসন।

এদিকে খাগড়াছড়ির পরিস্থতি স্বাভাবিক হওয়ায় পর্যটকরা সাজেকেও এখন থেকে ভ্রমণ করতে পারবেন। অপরদিকে খাগড়াছড়িতে বিধি নিষেধ তুলে দেয়ায় পর্যটকদের বরণ করতে প্রস্তুত বলে জানিয়েছে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, যানবাহন চালক ও স্থানীয়রা ।

খাগড়াছড়ির স্থানীয় হোটেল ব্যবসায়ী মো: সাগর জানান, দীর্ঘদিন পর্যটন ব্যবসা বন্ধ থাকায় পুরো খাগড়াছড়িতে ৫০ কোটি টাকার ওপরে লোকসান হয়েছে।

খাগড়াছড়ি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার উত্তম কুমার মজুমদার জানান, পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে খাগড়াছড়ির পর্যটন উদ্যোক্তারা। সরকারি-বেসরকারি পর্যটন কেন্দ্রগুলোতে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণ করতে আসা পর্যটকদের আতিথেয়তা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ খাগড়াছড়ি উপ-পরিদর্শক নিশাত রায় জানান, আগের মতই পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। পর্যটন কেন্দ্রগুলোতে সাবক্ষণিক টহল দেয়া হবে। দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রে গিয়ে কোনো সমস্যায় পড়লে মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে এ কর্মকর্তা।

স্থানীয়দের প্রত্যাশা, পাহাড় আর প্রাকৃতিক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন পর্যটন শহর খাগড়াছড়িতে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com