পবিত্র মাহে রামাদান শুরু হতে পারে ২০২৪ সালের ১২ মার্চ মঙ্গলবার। সিয়াম সাধনার মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত। তবে চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বের অন্যান্য দেশে রোজা শুরুর সময়ের কিছুটা হেরফের হতে পারে। বাংলাদেশে রোজা শুরু হতে পারে একদিন পর। খবর খালিজ টাইমসের।
পবিত্র রামাদান মাসের জন্য অপেক্ষায় রয়েছেন বিশ্বের মুসলিম উম্মাহ। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রামাদানের পরই উদযাপিত হয় মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) মঙ্গলবার (১২ ডিসেম্বর) জানিয়েছে, আরব আমিরাতে চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১২ মার্চ পবিত্র রামাদান মাস শুরু হতে পারে।
আইএসিএডির ওয়েবসাইটে বলা হয়, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৪ সালের রামাদান শুরু হওয়ার প্রকৃত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা ক্ষণ গণনা করে সম্ভাব্য তারিখের এই পূর্বাভাস দিয়েছেন।
আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রামাদানে দেশটির তাপমাত্রা শীতল থাকবে। তাছাড়া ২০২৩ সালের তুলনায় দেশটিতে রোজার সময় কমে আসবে।
আসছে রামাদানের প্রথম দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন আরব আমিরাতের মুসলিমরা। মাস শেষে রোজার সময় বেড়ে ১৪ ঘণ্টা হতে পারে।
গত রামাদানে রোজার প্রথম দিন ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট এবং তা বেড়ে শেষদিকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট হয়।
আইএসিএডি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী রামাদন মাস ২৯ দিনের হতে পারে। রোজা শেষ হবে ৯ এপ্রিল, মঙ্গলবার। আর পরদিনই পবিত্র ঈদুল ফিতর।