ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেছেন নরেন্দ্র মোদি। আগামী শনিবার তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। স্বাধীন ভারতে জওহরলাল নেহরু ছাড়া আর কারও টানা তিনবার প্রধানমন্ত্রিত্বের ইতিহাস নেই। ইতিমধ্যে রাষ্ট্রপতি দৌপর্দী মুমুর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার ভারতে লোকসভা নির্বাচনের ভোটগণনা শেষে দেখা যায়, নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বধীন এনডিএ ২৯৩ আসনে জয় পেয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি বিজেপি। তাদের আসন সংখ্যা ২৪০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ২৭২টি আসন। তাই সরকার গঠনের জন্য শরীকদের দ্বারস্থ হতে হচ্ছে বিজেপিকে।
আজ বুধবার সকালে মোদি নিশ্চিত করেছেন তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এনডিএ। তার মন্ত্রিসভার শেষ বৈঠকে ভোটের ফলকে ‘বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের জয়’ বলে আখ্যা দিয়েছেন মোদি।