ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে নিরাপদ আশ্রয় নেন দোর্দন্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রী-এমপিও আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগ এবং তার সরকারের টপ টু বটম সবাই পালিয়ে গেলেও হাল ছাড়েনি তারা। রাজনীতিতে পুনর্বাসন হওয়া ও অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য অন্তর্ঘাতের নানা কৌশল বেছে নিয়েছে দলটির ঘাপটি মেরে থাকা সুবিধাভোগীরা। নেতারা কেউ প্রকাশ্যে রাজনীতির মাঠে না এলেও নীলনকশা বাস্তবায়নে আওয়ামী লীগের ছায়া হয়ে কাজ করছেন তাদের দোসর সরকারি-বেসরকারি পদস্থ বিভিন্ন কর্মকর্তা ও দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
গেল বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডে ওই ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত সব কিছু পুড়ে অঙ্গার হয়ে যায়। সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুন লাগার ঘটনা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সন্দেহের তীর এখন আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী আমলাদের দিকে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মন্ত্রী-এমপিরা পলায়ন করলেও সচিবালয়ে এখনো বহাল তবিয়তে রয়েছেন আওয়ামী লীগের দোসর সেই আমলারা। অন্তর্বর্তী সরকার হাতেগোনা দু-চারজন আমলাকে বাধ্যতামূলক অবসরে পাঠালেও বেশির ভাগই স্বপদে দায়িত্ব পালন করছেন। আবার কারো কারো দফতর বদল হলেও অন্তর্বর্তী সরকারের সাথে ওই আমলারা মিলেমিশে একাকার হয়ে কাজ করছেন এবং ভেতরে ভেতরে সেই আগের প্রভাবই খাটাচ্ছেন তারা। বলা যায়, আওয়ামী লীগের দোসর আমলাদের হাতে শুধু সচিবালয় নয়, পুরো রাষ্ট্রেরই নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাদের ওপর ভর করেই আওয়ামী লীগ যেন অন্তর্ঘাতের কৌশলে এগুচ্ছে।
এই ক’মাসে সংঘটিত গ্রাম-পুলিশ আন্দোলন, আনসারদের আন্দোলন, বিভিন্ন দাবিতে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের আন্দোলন, ইসকন ইস্যু, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, পোশাক শ্রমিকদের অসন্তোষসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের আশপাশে সরকারি-বেসরকারি বিভিন্ন গোষ্ঠী ও বাহিনীর চলা আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়েন আওয়ামী লীগ নেতারা। ওই সব আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার কৌশল নিয়েছে বলে ধারণা সবার।
আলোচনা আছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই ১০ আগস্ট জুডিশিয়াল ক্যু’র মাধ্যমে ফের ক্ষমতায় ফিরতে চেয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ওই ঘটনা ফাঁস হয়ে গেলে তা আর সম্ভব হয়নি। সেটা বাস্তবায়ন না হওয়ায় ১৫ আগস্ট নিয়মিত কর্মসূচির আড়ালে ঢাকায় সারা দেশ থেকে নেতাকর্মীদের জড়ো করে একটি ‘প্রতিবিপ্লব’ করার পরিকল্পনা করে আওয়ামী লীগ। এ জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং আওয়ামী ঘনিষ্ঠ আমলাসহ প্রশাসনের বেশ কিছু কর্মকর্তার সাথে ভারত থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং বিভিন্ন নির্দেশনা দেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ওই ব্যবস্থাপত্র অনুযায়ী আর্থিক থেকে সেবা খাত, শিক্ষা থেকে সুরক্ষা খাত, প্রশাসনিক থেকে আইনশৃঙ্খলা- সবখানেই একটি অস্থিরতা তৈরির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য সুকৌশলে পেছন থেকে কলকাঠি নাড়েন সুবিধাভোগী আমলারা। যদিও ছাত্র-জনতার অব্যাহত প্রতিরোধের মুখে ওই সব পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
এ দিকে গোষ্ঠীগত দ্বন্দ্ব উসকে দেয়ার মিশনেও আওয়ামী লীগ ভেতরে ভেতরে পরিকল্পনা করে। এখনো দেশের বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় অব্যাহতভাবে সংঘাত-সংঘর্ষ লেগে আছে। এসবের পেছনেও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কলকাঠি নাড়ছেন এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ মারমুখী হয়ে উঠছেন। এ দিকে ৫ আগস্টের পর গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনাগুলো ভিন্ন খাতে প্রবাহিত করা এবং দেশের শিক্ষাঙ্গনগুলোর পরিবেশ অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে ‘মব জাস্টিসের’ ধুঁয়া তুলে শিক্ষার্থীদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হয়। নতুন বছরের শুরু থেকে ফেব্রুয়ারি পর্যন্তও দেশকে অস্থিতিশীল করার জন্য ভয়াবহ ছক কষছে আওয়ামী লীগ। ভোল পাল্টে অন্তর্বর্তী সরকারের সাথে মিশে যাওয়া আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী আমলা ও পদস্থ কর্মকর্তাদের মাধ্যমে সেই ছক বাস্তবায়নের কৌশল নেয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।